গ্রামে রাতে বের হলে,
প্রায়শই মাকড়শার জালে জড়াতে হয়,
সম্মুখ-বিপদ বুঝে ভীরুরা পিছু ফেরে।
সবাই জানে, বকুল ফুলের সুবাস নেই-
তবু কতিপয় অনেকেই ঘ্রাণ নিতে চায়।
ঝোপ বুঝে কোপ দেওয়ার আগে,
হাতের নিশানা দেখে নিও;
সুযোগের অপেক্ষা আর ধৈর্য এককথা নয়।
গোধূলির পর সূর্যের প্রস্থানে এত ভয় পাও কেন?
জীবনের সাথে দোস্তি করতে হলে সুখ-দুঃখকে সাথী করো।
আর আমরা,
চক্রসুদে জীবনকে নিলামে তুলে দিলাম-
চড়া দামে বিক্রি করব বলে জবান দিয়েছি!
ভালোবাসার কাছে হেরে গিয়ে-
এ জন্ম বৃথা ভেবে পার করি সময়ের সীমা,
কলের বাতাসে শুকাতে দেওয়া তোমার চুলের পাপড়িতে লেগে থাকে আগুনের হল্কা।
চোখের পাতায় তখন জোয়ারের বাঁধ,
রাতে নাইটকুইন ফুলের ঘ্রাণে বিষ থাকে।
পার্লারে রূপবর্ধন এখন মামুলি ব্যাপার,
সময়ের দাবি, সবকিছু বুঝে নিতে হবে,
সুন্দরের পূজা করে অনেকে হেরে যায় চাতুরির কাছে।