114
ওরা হাতির পাঁচ পা দেখেছে,
ওরা গিয়ে মিলেছে সর্পজাতে।
ক্ষমতায় ওরা বিভোর হয়েছে,
ভুলেছে সর্পের দাঁত ভাঙা মন্ত্র’কে।
তাদের আলো ছদ্মবেশী অন্ধকার,
তাদের চোখে ভাঙা আয়নার ভার।
ক্ষমতার নৃত্য বিষাক্ত দহন,
মানুষ বদলায় সর্পের চরণ।
তবু দাঁত ভাঙা মন্ত্র ফিরবে আবার,
শিশুর নিশ্বাসে উঠবে আগুনের ঝড়।
অচেনা প্রশ্নে কাঁপবে রাজপাট,
অপরিহার্য ভোরে জাগবে নতুন প্রভাত।