পৃথিবীর সব প্রাণী ঘুমিয়ে যাক,
সব সম্পর্কে দায় মুক্তিপাক-
চলো আজ সব ঘুমের দেশে ।
আমি সফেন সমুদ্র হতে তুলে আনবো তোমার পছন্দর ঝিনুক,
মালাগাঁথা বাদ যাবে কেন ?
ঝিনুকের বুক চিরে গড়ে নেব লোকায়াত ঐতিহ্য;
পুঁতির মালায় তোমাকে মানাবে বেশ-
বড্ড আশ্চর্য লাগবে তোমাকে ।
মালাবদলের বাসনা বহুদিনের-
তোমাকে ভালোবাসি বলে বলছি না,
তোমাকে পাওয়ার নেশা চোখেমুখে ।
তবে, এ ঘোর একদিন কেটে যাবে;
সূর্য উঠলে অন্ধকার যেমন কাটে-
কাঁচের গ্লাসে তোমার মুখ;
আর ঐ মুখটাই বারবার ভেসে ওঠে ।
ভালোবাসা , আজ অর্থের মাপকাঠিতে পরিমাপ তুল্য;
পরিমাপ হয় মনের সংকীর্ণতার।
আজ বিষন্নতার পারদে তোমার
মন,
কেমন যেন নিজের কাছে নিজেকেই অচেনা মনে হয় ।
বেকারত্ব আমাকে কুঁড়ে কুঁড়ে খায়,
কতগুলো দুঃস্বপ্নের সাথে বাস করি;
কত টাকার ব্যাংক ড্রাফট, পে অর্ডার ,
গাঁদা গাঁদা সত্যায়িত সনদ, কভার লেটার;
নাহ্ এসবই কেবল ছলনার মায়াজাল; লোকদেখানো ।
বয়সও শেষ হয়ে যাচ্ছে ক্রমশ,
ভালোবাসা , আমি বোধহয় হেরে যাচ্ছি ।