13
সবুজ গাঁয়ে গেলেই পাবি
সোঁদা মাটির ঘ্রাণ
সেই ঘ্রাণেতে মা মাটি দেশ
জুড়ায় দেহ প্রাণ।
আরও আছে পাখপাখালি
কিচিরমিচির ডাকে
গান শুনিয়ে মন ভরিয়ে
একটি সকাল আঁকে।
পুকুর ভরা মাছ আছে আর
শাপলা বিলে ফোটে
বিকেল বেলা ঘাসের আগায়
গঙ্গা ফড়িং জোটে।
প্রদীপ জ্বলা সন্ধ্যে বেলায়
ছোট্ট খোকা পড়ে
শান্তি সুখের পরশ আছে
গাঁয়ের প্রতি ঘরে।
লেখক ও আবৃত্তিকার
নন্দনকানন, চট্টগ্রাম