না হওয়া প্রেম আটকে আছে
তোমার জন্য আমার একটা না হওয়া প্রেম আটকে আছে
তুমি চাইলে এই ঝমঝমে বৃষ্টির রাতে একসাথে ভেজা হতো,
তুমি চাইলে দীর্ঘ পথে পারি দেয়া যেত মাইলের পর মাইল
চাঁদনি রাতে জ্যোৎস্না বিলাস করা যেত চন্দ্রনাথে।
তোমার থেকে সময় ছাড়া আর কিচ্ছু চাই না আমি,
তোমার উপস্থিতির চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না।
তোমার সাথে আমার প্রেম নেই
তোমার সাথে আমার প্রেম নেই,
কিন্তু যা আছে, তার কোনো নাম আমি খুঁজে পাই না।
হয়তো ভালোবাসা নয়, আবার নিছক টানও নয়—
এটা এমন এক অনুভূতি, যেটা কেবল তুমি-ই জাগাও।
একদিন দেখা না হলে মন অস্থির হয়ে ওঠে,
তোমার কণ্ঠ না শুনলে ভেতরে ভেতরে
এক অজানা শূন্যতা আমাকে ঘিরে ধরে।
তুমি সামনে এলে চোখের দিকে তাকাতে পারি না—
মনে হয়, তোমার দৃষ্টিতে আমি হারিয়ে যাবো।
আবার যখন তুমি দূরে থাকো,
তখন বুকের ভেতর কেবলই ডাক ওঠে—
ইশ, তুমি যদি এখনই আমার সামনে থাকতে!
তুমি আমার কাছে কী, তা শব্দে বলা যায় না…
শুধু জানি, তোমাকে ছাড়া এই পৃথিবী
অসম্পূর্ণ লাগে