আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এ তথ্য নিশ্চিত করেছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, ‘সবকিছু ঠিক থাকলে’ নির্ধারিত তারিখেই দেশে ফিরবেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে প্রস্তুতিও শুরু হয়েছে।
এর আগে বিএনপি জানিয়েছিল, নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন বলে তারা আশাবাদী। তবে সে সময় তিনি না ফেরায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিশেষ করে নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার পরও তারেক রহমানের দেশে ফেরা বিলম্বিত হওয়ায় আলোচনা আরও জোরদার হয়।
সেই সময় ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেছিলেন, মায়ের অসুস্থতার মধ্যেও তার দেশে ফেরার সিদ্ধান্ত ‘এককভাবে তার নিয়ন্ত্রণে নেই’। কেন তিনি তখন ফিরতে পারছিলেন না—সে বিষয়ে দল বা তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিএনপি নেতারা অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরিস্থিতি যাই হোক, তারেক রহমান দেশে ফিরবেন।
মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেই প্রক্রিয়া শুরু হওয়ায় দলের শঙ্কা কেটেছে বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। দলীয় সূত্র জানায়, তার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।