আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বড় পরিসরে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। হামলা-পাল্টা হামলায় উত্তেজনা ক্রমশই তীব্র হচ্ছে। অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাকে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত এবং আরও ১৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ।
স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা জানান, নিহতদের সবাই বেসামরিক মানুষ; তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
শহরটির অবস্থান আফগানিস্তান–পাকিস্তান সীমান্তের কাছে, যা সাম্প্রতিক সময়ের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সীমান্তে সংঘাত, হামলা ও পাল্টা হামলার পর দুই দেশ ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায়। সেই বিরতির মেয়াদ শেষ হয় ১৭ অক্টোবর দুপুর ১টার দিকে। যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়।
বিমান হামলার পাশাপাশি পাকিস্তানি স্থলবাহিনী স্পিন বোলদাকের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবাক এলাকায় একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করে। এতে বহু ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়।
পাকিস্তান ও আফগানিস্তানের এই সাম্প্রতিক সংঘাতের মূলে রয়েছে তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী তেহরিক–ই–তালেবান পাকিস্তান টিটিপি। পাকিস্তানের অভিযোগ, টিটিপি আফগান তালেবানের আশ্রয়ে থেকে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তবে কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।