43
শুভ্রতা যেন ভোরের আলো,
নীরব, কোমল, প্রাণে ঢালো।
দূর আকাশে সাদা মেঘের ভেলা,
মনকে ছুঁয়ে যায় নীরব বেলা।
জলভরা চোখে মুগ্ধ চাওয়া,
শিশুর হাসিতে পবিত্র হাওয়া।
যেখানে নেই কোনো দ্বন্দ্বের রেখা,
শুভ্রতায় গড়া হৃদয়ের দেখা।
না চায় কিছু, না করে দাবি,
তবু সে অনন্ত ভালোবাসা বাঁচায়।
শান্তির ভাষা, নির্ভয় চলা,
শুভ্রতা শেখায়— নিঃশব্দে বলা।
এ রঙে নেই রক্তের দাগ,
এ পথে জ্বলে আত্মার আগ।
শুভ্র মন, শুভ্র আচরণ,
মানুষকে বানায় প্রকৃতজন।