159
কদমের শরীর বেয়ে জল বিন্দুর নেমে আসা
দেখতেই ডেকেছি তোমাকে আর সাথে
বর্ষা কুসুমদের সুগন্ধে মাতোয়ারা সময়কে
ছুঁয়ে দেখবে বলেই তো আশাবাদ ছিল যে আমার…
জলভরা ছড়ার দুরন্ত শরীর বয়ে নেমে যাওয়া
ঘোলা জল হাওরের ডাক শুনে মাতোয়ারা হয়
তার গায়ে উজিয়ে আসা যত রুপোলি মৎস্য শরীর
দেখবে বলেই এই আমন্ত্রণ ছিলো আন্তরিক…
রাতভর অঝোর বর্ষণ আর টিনের চাল থেকে
নেমে আসা বৃষ্টি সংগীত শুনে আধো ঘুম জাগরণে
স্বপ্নেরা নেমে এসে মৃদু চুম্বন ঠিক করতো রঙিন
এইসব ভেবেই তো বর্ষা যাপন চিত্র করেছি রচনা।
তুমি আর এলে কই, কদম গাছের নিচ জলে সয়লাব
ছড়ার ঘোলা জল হাওরকে আলিঙ্গন করে করে
দিনভর রাতভর পদ্মপাতার গায়ে ভেঙে ভেঙে পড়ে
টিনের চালের জল শব্দ শুনে, কেউ কেউ জেগে থাকে
অনন্ত রাত শুধু একা….
বর্ষাযাপন হয় স্বপ্ন ভঙ্গ করে এই ঘোর বর্ষায়।