আবর্তন
জানি-
বেলা শেষে ঝরে যাবো
ফ্যাকাশে হয়ে যাবে
ভালোবাসার সব রং
তবুও
উপুড় হয়ে ঝুলে থাকি
বাগান বিলাসের মতো।
জানি-
আসবে অমাবস্যা
অমানিশায় নিমজ্জিত হবে
শরীর ও মন
তবুও
দু-হাতে আঁকড়ে ধরে গায়ে মাখি
নীল জ্যোৎস্নার মায়া।
জানি-
আসবে চৈত্র-খরা
তৃষ্ণায় যাবে ফেটে
বুভুক্ষু হৃদয়
তবুও
রাখি আশা ডালপালা মেলে
আসবে বসন্ত- জীবনে।
জানি-
আছে ছিটকে যাওয়ার সম্ভাবনা
মহাশূন্যে হারিয়ে যাওয়ার ভয়
তবুও
বারবার আবর্তিত হই
তোমারই কক্ষপথে।
১২ অক্টোবর ২০২৪

অজুহাত
তুমি বললে…
হৃৎপিণ্ডের খোঁজে
রাতের বুক চিরে ছুটে চলে
উড়ন্ত আলোর রেখা
পায় কি?
তীরের আলিঙ্গন পেতে
বারবার ছুটে আসে
উদ্বেলিত তরঙ্গ দল
পারে কি?
আমি বললাম…
নিরক্ষর পাখির ঝাঁক
রোজ ফেরে নিজ ডেরায়
হারায় কি?
চাঁদ, সুরুজ- ঘূর্ণায়িত পৃথিবী
রশিবিহীন বন্ধনে
আবদ্ধ থাকে চিরকাল
ছেড়ে যায় কি?
মহানগর এক্সপ্রেস
২১ সেপ্টেম্বর ২০২৪

নিঃস্পর্শ প্রেম
রোজ দেখি-
কিছুক্ষণ পরপর নড়ে উঠছে
অজানা সুখে নেচে উঠছে
শিহরণের দোলায়।
রোজ দেখি-
একটু একটু করে
নেমে যাচ্ছে নিচের দিকে
নতজানু ভঙ্গিতে।
রোজ দেখি-
নিজ বাহুগুলো প্রসারিত করে
জলের সাথে প্রেমালাপে ব্যস্ত
নিঃশব্দের ভাষায়।
রোজ দেখি-
না ছুঁয়ে না পেয়েও আজীবন
একে অপরকে ভালোবেসে যায়
জল ও বৃক্ষ।
লোকনাথ দিঘিরপাড়, ব্রাহ্মণবাড়িয়া
৯ সেপ্টেম্বর ২০২৪