60
ইচ্ছে জাগে
ইচ্ছে জাগে আকাশনীলে
স্বাধীন মনে ঘুরি,
নীলের রঙে মনটা রাঙা
খুশির নেই জুড়ি।
ইচ্ছে জাগে পাখির মতো
ঘুরবো মেলে ডানা,
অনেককিছু দেখবো ঘুরে
অজানা হবে জানা।
ইচ্ছে জাগে সূর্যটা লাল
আলোর বানে হাসি,
ফুল বাগানে রঙিন ফুলে
ফুটবে আলো রাশি।
ইচ্ছে জাগে ভোরের বেলা
দেখবো রাঙা ভোর,
আঁধার ঘুচে জ্বালবো আলো
করবো দূর ঘোর।
ইচ্ছে জাগে নিত্যনতুন
সাধ জাগে এ মনে
আশার স্বপ্ন দেয় তো দোলা
আজকে ক্ষণে ক্ষণে!
প্রিয় বাংলাদেশ
সবুজের মাখামাখি
আমাদের গাঁয়,
পাখি ওই নীলাকাশে
মাঝি গান গায়।
হাসি খুশি ঘরে ঘরে
সোনা রোদ হাসে,
ঝিলমিল রোদ মেখে
হেসে উঠে ঘাসে।
ছেলেমেয়ে বই হাতে
পাঠশালা যায়,
বই খাতা নিয়ে মাতে
আলো খুঁজে যায়।
বুক ভরা আলো তার
সবুজের গাঁয়,
সৎ পথে আগামীর
খাঁটি চলা চায়।
সবুজের গাঁয়ে থাকে
সুখে সুখে বেশ,
বুক ভরা মায়া আর
প্রিয় বাংলাদেশ।