পূব আকাশে তৈরি হলো সূর্য মামার বাড়ি মেঘেরা তার খাবার টেবিল, বাটিতে তরকারি, দূরের তারা আসলো কাছে বসলো ড্রইং রুমে হালকা বাতাস বইলো জুড়ে পূব থেকে পশ্চিমে।
তারারা সব বন্ধু হলো গল্প করার ছলে একটি তারা হঠাৎ করে কোথায় গেল চলে? পাশের তারা ডুকরে কেঁদে বলল নরম সুরে এই তারাটা ভাইদি তারা, থাকত খিদিরপুরে
বোন তারাটি কাঁদছিল খুব ওই পৃথিবীর পরে ভাইদি তারার মন কেঁদেছে তারার চরাচরে, মামার বাড়ির মস্ত ঘরে আসলো ভরা চাঁদ দূর করতে দুঃখ বিষাদ জড়িয়ে মায়ার বাঁধ।
মেঘেরা সব আসলো জুটে চাঁদের পাশে বসে নরম আলো দাও না কিছু তোমার গালটি ঘষে, মেঘের ছায়া, চাঁদের আলোয়, সূর্য মামার বাড়ি আনন্দ আর খুশি ভরে ছুটছে রেলের গাড়ি।