44

দেশের মাটি রক্তে ভিজে
সহ্য হয় নি দাঁড়াও নিজে
বুক চিতিয়ে বীর
দিপ্ত সাঈদ গুলির মুখে
স্বদেশ ভূমির জয়ের সুখে
উচ্চ রেখে শির।
পাষাণ পুলিশ করে গুলি
ঘুম আসে না কেমনে ভুলি
দৃশ্য চোখে ভাসে
জুলাই যুদ্ধের ঈমাম তুমি
রাহুমুক্ত জন্মভূমি
তোমার ত্যাগেই হাসে।
কোটি মানুষ ভয়কে ভুলে
ইনকিলাবের শ্লোগান তুলে
কষ্ট ভুলে শেষে—
ভয়কে জয়ের সাহস পেলো
সবাই আপন হয়ে গেলো
আবু সাঈদ বেশে।
অসীম সাহস নিয়ে বুকে
কাঁপেনি পা দানব রুখে
সকল দাবি ভুলে
ফ্যাসিস্ট তুই পালিয়ে যাবি
এক দফা আর একই দাবি
শ্লোগান সবাই তুলে।
ফ্যাসিস্ট মুক্ত জন্মভূমি
মরণজয়ী অমর তুমি
ইতিহাসে রবে
তোমার ত্যাগের গল্প করে
বইয়ের পাতায় ক্লাসে পড়ে
করবে স্মরণ সবে।
১৭.০৭.২০২৪