চিল নিয়েছে কান নাকি ভাই কান নিয়েছে চিল
চিল নিয়েছে কান নাকি ভাই
কান নিয়েছে চিল,
কে নিয়েছে কাকে এসব
পাই না হিসেব-মিল।
কানের পেছন ছুটছি বনে
পাই না কানের খোঁজ,
নাকি আবার কান গোপনে
চিল করেছে ভোজ!
মিলছে না হায় হিসেব কোনো
কানটা গেল কই?
চিলও নিখোঁজ কানও উধাও
দেশজুড়ে হইচই।
বাসস থেকে খবর এলো
চিল হয়েছে গুম,
রাজার দিকে আসলো ধেয়ে
মিডিয়া আর বুম।
অবাক হয়ে দেখলো সবাই
রাজারই নেই কান,
বধির বলেই সব অভিযোগ
না শ্রবণের ভান।
হঠাৎ যদি খবর আসে
নিজেই তিনি গুম,
ব্যাপারটা ভাই কেমন হবে
বলেন দেখি, হুম!
২৮ আগস্ট ২০২০
আবরার ফাহাদ স্মরণে
এক একে এক,
ন্যায়ের কথা বললে মারে দিয়ে ‘শিবির’ ট্যাগ
(আমার ভাইয়ের রক্ত ঝরে-দেখরে জাতি দেখ)।
দুই একে দুই,
দেশের পক্ষে বললে— হাঁকায় ‘তুই রাজাকার তুই’
(আমরা কেবল ভয়ের মোহে-লোভের মাথা নুই)।
তিন একে তিন,
দেশদ্রোহীর ঘৃণ্যতা আজ বাড়ছে দিনাদিন
(বুকটা জুড়ে বাড়ছে ব্যথা অসহ্য চিনচিন)।
চার একে চার,
সবুজ জুড়ে দেখছি অবাক ‘অদ্ভুত আঁধার’
(প্রতিবাদের বারুদ বুকে হয় শহীদ আবরার)।
পাঁচ একে পাঁচ,
শয়তানি সব দাবার ঘুঁটি-ক্যাসিনো, জম-তাস!
(আমরা শুধুই চুষবো আঙুল— কাটবো বসে ঘাস?)
ছয় একে ছয়,
নিরুপায়ে চুপসে থাকি— কেমনে হবে জয়?
(এই জাতি কি বীর জাতি সেই— শির নোয়াবার নয়?)।
সাত একে সাত,
স্বাধীনতা দেয় বিকিয়ে— ধ্বংস সকল খাত
(চোরাবালি মাঝ দরিয়ায়-উন্নয়নের ফাঁদ)।
আট একে আট,
ইস্যুর তলে ভুলছি ইস্যু-গরম ফেবুর মাঠ,
(খাই-দাই আর ফুর্তি করি— চুপসে ভাঙি খাট)।
নয় একে নয়,
তারুণ্যই করবে অসুর বিনাশ যে নিশ্চয়।
(এই শরীরে রক্ত তীতুর-মরণ কিসের ভয়?)।
দশ একে দশ,
কী যে হবে এসব লিখে— কাগজে খসখস!
(বিবেক এখন পায়ের তলায়— বুঝতে পারেন বস?)।
৭ অক্টোবর, ২০২১
ধর্মেও আছি জিরাফেরও আছি
ধর্মেও আছি বর্মেও আছি আমি ঠিক আছি জিরাফে,
পর্বতে আছি, শরবতেও আছি চিয়ার্স কিংবা সিরাপে।
সুটেডে-বুটেডে লেবাসেও আছি গোঁফে আছি আর দাড়িতে,
(আমি সাধু থাকি মঞ্চ সভায় পরে মুখ গুঁজি নারীতে।)
বান্ধবীতে আছি বিবিতেও নাচি বাঁচি মানবিক বিয়েতে,
‘আমিই সহীহ মরুক সৈন্য। স্ক্যান্ডাল? কি-এতে?
সত্যও বলি তত্ত্বয় চলি মিথ্যাও বলি সীমিত,
(কসমে-রসমে লাইভ করি আমি ঘোড়ার আন্ডা ডিম-ই তো।)
খাদের ভেতরে পড়ে গেছি হাতি লাথিও খাচ্ছি, লোক আমি—
বকধার্মিক, জীবনযাপনে ছলছাতুরি ও বোকামি।
‘হুঙ্কার দেয়া ‘চেতনাজীবী, ‘নেতা আমি’ এই বুঝাতে
(শত ভুলেও মুরিদ-অনুসারী মগ্ন ব্যক্তি পূজাতে।)
ধর্মের খোলে মুখে গুঁজে রাখি উটকে চড়াই বালুতে,
(আমি ঠিক ঠিক বেঁচে রবো ভাই মহাযুগে-লালসালুতে।)
বেকুবের মতো খুন ঢালি আমি ওদিকে তেঁতুল আঁতাতে,
(লাগবে সময় যমের সাথে পরম দোস্তি পাতাতে?)
এসব নিয়ে ভাবতে হবে না যাচ্ছি নতুন নিকাহে,
মন্ত্রী হবো। কাবিননামা হবেই এবার লিখা হে…?
১৬ এপ্রিল ২০২১
জোকের মুখে নুন
জোকের মুখে সত্যি ছিটা নুনের,
(ঘৃণিত হাত রঞ্জিত সব খুনের।)
শরীরগুলো সাক্ষী হাজার পাপের,
নিপীড়িতের মুখে ফণা সাপের।
লাল পতাকা বানিয়ে ফেলে টিস্যু,
কোন মদদে তৈরি নতুন ইস্যু)
গণশত্রু-দেশবিরোধীর সঙ্গে,
(আঁতাত চলে খুব গোপনে-ঢঙ্গে)
ফেরি করে চেতনাকে পণ্য,
মিথ্যে প্রতারণায় অনন্য।
কর্মতে নয় জোর আছে খুব গলায়,
মানবতা, বিবেক পায়ের তলায়।
কলম বাদে অস্ত্র যাদের সঙ্গী,
(হয় তারাই দেশদ্রোহী-জঙ্গি)
দেশ-জনতার মুখে মাখে কালি,
প্রতিবাদে, চাপে কণ্ঠনালী।
মানুষরূপী। ফ্যাসিবাদের কর্মী,
মুখোশ আটা—শয়তানি এক বর্মী।
গলা এবং রগকাটা এক পার্টি,
(ন্যাংটো প্রভুর গোলামগুলোও ডার্টি)
জোকের মুখে নুনের ছিটা সত্যি,
চেনেন নাকি সবুজ খেকো দত্যি…
খুন ধর্ষণ রাহাজানি চালায় যারা বঙ্গে,
কেমনে তুলি ছবি বলুন সন্ত্রাসীদের সঙ্গে?
১৪ মার্চ ২০১৯
চলমান
মোদের যখন যাচ্ছে কেটে
দিন দুঃখে,
সুখের চাবি কাঁদছে বসে
সিন্ধুকে।
দু চোখ ভরে দেখছি
আঁধার সম্প্রতি,
খাজনা ও কর দিচ্ছি বুঝি
দম প্রতি।
আলোর বদল দেখছি কেবল
অন্ধকার,
আমগো মতো ভাগ্য এমন
মন্দ কার!
বন্ধ এখন শান্তি নামের
সকল দ্বার,
ইবলিশে আজ স্বাধীন দেশের
দখলদার।
শান্তি-সুখের সুদিন আসুক
আবারো,
যাও করে যাও দেশের জন্য
যা পারো।
খসড়া ছড়ার পসরা, ২০১২
আমিও হবো আবু সাঈদ
স্বদেশজুড়ে গোলা বারুদ, হাজার অস্ত্রধারী
আমি থাকি সংগ্রামে তাই। জন্মভূমি-বাড়ি।
একটি দেশে গুপ্ত ঘাতক নিত্য চালায় গুলি,
কালেমায়ে শাহাদাতের তুলি যে অঙ্গুলি।
দিনদুপুরে গণহত্যা বয় রক্তের বন্যা,
একাই তবে দাঁড়াই আমি অকুতো অনন্যা।
যে রাজপথে হাজার শহীদ, গাজি ওঠে গর্জে,
‘দেশের জন্য জীবন দেয়া ফরজে আইন ফরজে’।
লক্ষ গ্রেনেড গুলির মুখে যে পাতেনি বুক,
বুঝবে কী সে স্বাধীনতার জন্যে মরার সুখ?
যার কাছে খুব জীবন প্রিয় নামেনি রাজপথে,
কেমনে দেবে সে উপশম শহীদ বীরের ক্ষতে!
যে শোনেনি নতুন আজান, ওই ওঠে পাঞ্জেরি,
তার জন্যে ভালোবাসা কেমনে করি ফেরি?
কাকে বলে যুদ্ধ জিহাদ যার কাছে নেই সংজ্ঞা,
কেমন করে সে বাজাবে প্রেম ও দ্রোহের ডংকা?
দেশটা জুড়ে ঘোর ফ্যাসিবাদ এখন গহীন রাত্রি,
আমিও হবো আবু সাঈদ আলোর পথযাত্রী।
৫ আগস্ট ২০২৪ সকালে, রাজপথে নামার আগে