রোদ পড়েছে গাছে, রোদ পড়েছে পাতায় রোদের আলোয় এই যে ভুবন মাতায়, মেঘের আড়াল হলেই শুরু রোদের কানামাছি গরম যতই লাগুক তবু রোদের সাথে আছি।
রোদের সাথে আলোর খেলা জীবন সুধাময় রোদ আছে তো শস্য আছে কিসের তবে ভয়! রোদ বলেছে যাবো যাবো, রাত্তিরেতে যাবো ঠিকাছে রোদ যেতে পারো, ভোর হলেই পাবো।
রোদের সাথে থাকতে হবে আলোয় ভুবন ভরা সকাল দুপুর সন্ধ্যা বিকেল বংশপরম্পরা। রোদের সাথে সখ্যতা মোর, রোদের সাথে থাকি রোদের দুপুর গুড়ুম গুড়ুম, মেঘের ডাকাডাকি।
রোদ ঢুকেছে মেঘের বাড়ি একটু শীতল আনতে, রোদের অনেক গল্প আছে তোমরা যদি জানতে! রোদের বাড়ি, মেঘের বাড়ি, সুরমা নদীর বাঁকে দস্যি ছেলের বুকের ভেতর রোদ লুকিয়ে থাকে।
রোদটুকু ওই উঠল বসে দূর পাহাড়ের জানলায় এত বিপুল বিশ্বভুবন বলতো কে সামলায়?