ভাল্লাগে না
যখন তখন বৃষ্টি ঝরে
ভাল্লাগে না আর
ক্যান বলো না পাইনা দেখা
সূর্যমামাটার!
উঠোন কাদা বৃষ্টি জলে
হাঁটার উপায় নাই
আটকা পড়ে ঘরের ভিতর
ঘুম পাড়ি আর খাই।
চল না রে ভাই ছাতা নিয়ে
নদীর পাড়ে যাই
টুনির সাথে খেলবো আমি
দেখা যদি পাই।
লুকোচুরি খেলা
হৃদয়ের গহীনে প্রতিনিয়ত বেজে চলেছে একটি যুবক কন্ঠ।
মনোরম ধ্বনিতে স্পর্শ পাবার তৃষ্ণা ছড়িয়ে পড়েছে- অবয়বের পরতে পরতে।
ঘুম নেই “এ পোড়া চোখে”।
কে তুমি যুবক?
এ কোন মায়ায় জড়ালে আমাকে?
দেখিনি কভুু দুচোখে!
তবু মন তবুও তুমি তুমি গান করে,
অভাগীরে কেবলই পোড়াচ্ছ যৌবন জ্বরে।
বন্ধ করে দাও লুকোচুরি খেলা,
হৃদয় বন্ধনে আবদ্ধ করো আমায়,
কাছে টেনে নাও তোমার মতো করে।
ইসলামী সংগীত
কলবটাকে করতে সাফাই
নাও সেজে ভাই মালি,
প্রভুর দিদার পাওয়ার তরে
সরাও মনের কালি।
রাহিম নামের জিকির মুখে
যে জন ঘরে ফিরে,
মহান খোদার অপার রহমত
তাকে রাখে ঘিরে,
পাপের বোঝা ফেরেস্তারা
দেয় করে যে খালি।।
সত্য পথে চললে রে মন
রবের আদেশ মেনে,
ওই দয়াময় হয় যে খুশি
দূত মারফতে জেনে।
থাকতে বেঁচে ভাই-বোনেরা
পাপেরই পথ ছেড়ে,
পাক কোরআনের বাণী দিয়ে
লোভ টাকে দাও মেরে,
জান্নাতি-সুখ পেতে চলো
পুণ্যের আলো জ্বালি।।