5
যার জন্য আজ এই পৃথিবীর দেখেছি যে আলো
যিনি আমায় আগলে রেখে বেসেছিলেন ভালো
তার সাথে যে কারো কোপনভ হয় না তুলনা
তিনি হলেন সবার সেরা আমার প্রিয় মা।
চোখের আড়াল হলেই খোঁজেন কোথায় আমার বাছা
তোর জন্যই তো আমার জীবন আমার মরা বাঁচা
মায়ের আঁচল ধরেই কাটাই মা আমার তাই চান
বুঝি না মা আমায় নিয়ে কেন মিছে ভয় পান।
আমায় ছেড়ে সেই মা আমার গেছেন চলে কবে
তার জন্য যে দোয়া ছাড়া নেই তো আমার ভবে
মনটা আমার মায়ের জন্য হু-হু কেঁদে ওঠে
মার জন্য যে এই পৃথিবীর আজও গোলাপ ফোটে।
মা তুমি নেই এই কথাটি ভাবতে পারি কই
তোমার জন্য জোছনা রাতে আকুল হয়ে রই
মিছে ভাবি তুমি মাগো আমার কাছে এসে
আদর সোহাগ দিচ্ছ আমায় গভীর ভালোবেসে।