জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বাংলাদেশে সম্প্রতি ও অতীতে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং পর্যাপ্ত ব্যবস্থার মাধ্যমে মানবাধিকার বিষয়গুলো মোকাবেলা করার একটি বড় সুযোগ এসেছে।
গণতান্ত্রিক প্রক্রিয়াকে মানবাধিকারের ভিত্তিতে কার্যকরী করতে হবে উল্লেখ করে, তুর্ক বলেন, ‘সাংবাদিক, সমাজকর্মী এবং অন্যান্য অধিকার কর্মীদের অবাধে এবং মসৃণভাবে কাজ করতে দেওয়ার জন্য একটি উন্মুক্ত পরিবেশ প্রয়োজন।’
ঢাবি উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বকর মজুমদার, জাতিসংঘের কর্মকর্তা, ছাত্র আন্দোলন সমন্বয়কারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।