বিনোদন প্রতিবেদক
বিশ্ববিখ্যাত ‘পপসম্রাট’ মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তায় এখনো ভাটা পড়েনি। ২০০৯ সালে ৫০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরও ভক্তরা আজও স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য মরিয়া। তার ব্যবহৃত নানা জিনিস এখনো দামে-দৌলতে চমকে দিচ্ছে বিশ্ববাসীকে।
সাম্প্রতিক এক নিলামে তেমনই একটি ঘটনা ঘটেছে। ৩০ জুলাই ফ্রান্সে আয়োজিত এক অনুষ্ঠানে নিলামে তোলা হয় মাইকেল জ্যাকসনের একটি মোজা, যা তিনি ১৯৯৭ সালের জুলাইয়ে ফ্রান্সের নিম শহরে এক কনসার্টে পরেছিলেন বলে জানা গেছে। সাদা রঙের এই স্পোর্টস মোজায় ছিল ঝলমলে রাইনস্টোনের ছোঁয়া, যা কনসার্ট শেষে তার ড্রেসিংরুমের পাশেই ফেলে যাওয়া অবস্থায় খুঁজে পান এক টেকনিশিয়ান।
নিলামকারীদের ধারণা ছিল, মোজাটি ৩ থেকে ৪ হাজার ডলারের মধ্যে বিক্রি হতে পারে। কিন্তু সেটি বিক্রি হয় প্রায় ৮ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা।
নিলামদাতা অরোর ইলি বার্তা সংস্থা এএফপিকে জানান, মোজাটির রঙে হলুদ আভা পড়ে গিয়েছিল। সে কারণে নষ্ট হওয়ার আগেই সেটি নিলামে তোলা হয়।
উল্লেখ্য, এটি প্রথম নয়—২০২৩ সালে প্যারিসে এক নিলামে মাইকেল জ্যাকসনের একটি টুপি বিক্রি হয়েছিল ৮০ হাজার ডলারেরও বেশি দামে। এছাড়াও তার ব্যবহৃত বহু স্মারক আগেও নিলামে উচ্চমূল্যে বিক্রি হয়েছে।
মৃত্যুর এত বছর পরেও মাইকেল জ্যাকসনের প্রভাব যে অমলিন, এই নিলাম তারই প্রমাণ।