নিজস্ব প্রতিবেদক
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (২০২৫) দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে রোববার জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে বাংলাদেশ ব্যাংকের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট এক দিনের জন্য সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
তবে ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন, এটিএম ও সিআরএম মেশিনের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন ও জমার কার্যক্রম স্বাভাবিক থাকবে। ফলে গ্রাহকেরা ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং সেবা আগের মতোই ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় এবং দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।