16
অতিবৃষ্টি ও উজানের ঢলে তিস্তার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফের বন্যার আশঙ্কা করছেন বাসিন্দারা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় নীলফামারী জেলার ডিমলার ডালিয়ায় তিস্তা ব্যারাজস পয়েণ্টে নদীর পানি বিপদসীমার পাঁচ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহি হয়েছিল নদীর পানি।
ডালিয়ায় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল নয়টায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপদসীমার ১৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়ে বেলা ১২টায় ১০ সেণ্টিমিটার বৃদ্ধি পায়। এতে করে বিপদসীমা ছুঁইছুঁই করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঁচ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।