18
চালাক চরে চালাক বেশি, নাকি বোকার দল?
এ বিষয়ে জরিপ করে পেলাম ফলাফল।
কিন্তু আমি সেই ফলাফল করিনি তো ফাঁস,
কারণ, তারা ক্ষেপে গিয়ে করবে রেডি বাঁশ।
বাঁশকে বলো ভয় করে না, এমন আছে কেউ?
এমন কথা শুনলে পরে আসবে ছুটে ফেউ।
চালাক চরে ফেউ আসবে, শুনলে এ খবর,
সবাই মিলে খুঁড়তে পারে ফেউয়ের-ই কবর।
তখন বলো, এসব কিছুর কে নেবে দায়ভার?
প্রেস-মিডিয়া করতে পারে নিউজ ও কাভার।
আদাবর, মোহাম্মদপুর, ঢাকা থেকে