সকল সরকারি-বেসরকারি ভবনে পতাকা অর্ধনমিত থাকবে
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল, ১৬ জুলাই, সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শহীদদের স্মরণে দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত বছর ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে ছাত্র নেতা আবু সাঈদের মৃত্যুর পর দিনটিকে সরকার ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনটিকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে। ওই দিন সাধারণ ছুটি থাকবে।
গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই মাসজুড়ে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তিন দিন পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
সরকার বলছে, এই দিবসগুলো উদযাপন করার মূল উদ্দেশ্য হলো শহীদদের আত্মত্যাগ স্মরণ করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানো।