কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক থেকে অব্যাহতি পেতে একটি ‘প্যাকেজ প্রস্তাব’ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “বাণিজ্য উপদেষ্টা প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কী কী কেনা যেতে পারে, তা নিয়েও আলোচনা হচ্ছে।”
সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। তারা মঙ্গলবার ও বুধবার ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ শুল্ক থেকে মুক্তি পেতে বাংলাদেশ এরই মধ্যে দেশটির ৬২৬টি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে।
বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম ও সয়াবিন তেল কিনছে টিসিবি। পাশাপাশি, বেসরকারি খাতে তুলা আমদানিও বাড়ানো হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও দিয়েছে বাংলাদেশ।
আরও কোনো উদ্যোগ আছে কিনা—জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “আরও কিছু আছে। তবে এই মুহূর্তে বলতে পারছি না। বাণিজ্য উপদেষ্টা দেশে ফিরলে বিস্তারিত জানানো হবে।”