পিক্সেল প্ল্যাটফর্মে আন্তর্জাতিক সাফল্য
বাংলাদেশি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন এক নজিরবিহীন অর্জন দিয়ে দেশের নাম তুলে ধরেছেন আন্তর্জাতিক অঙ্গনে। জনপ্রিয় ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পিক্সেল’-এর হোমপেজে ‘BANGLADESH’ ট্যাগ তুলে এনেছেন তিনি, যা বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের জন্য এক গর্বের মুহূর্ত।
চলতি জুলাই মাসে পিক্সেলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা তিন কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় স্থান পেয়েছেন ইমন। প্ল্যাটফর্মটির পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যে তার অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো ৩ কোটি ৪২ লাখের বেশি বার দেখা হয়েছে। শুধু গত চার সপ্তাহেই ভিউ সংখ্যা ছুঁয়েছে ৬৫ লাখ (৬.৫ মিলিয়ন)।
আরও চমকপ্রদ তথ্য হলো—ইমনের ভিডিও প্রতিসেকেন্ডে ডাউনলোড হচ্ছে সাতবার, আর শুধুমাত্র বাংলাদেশ থেকেই প্রতি সেকেন্ডে তার ভিডিও দেখছেন ১১৬ জন ব্যবহারকারী।
পিক্সেলের অলটাইম র্যাংকে গত ৩০ দিনে ইমন রয়েছেন ১৪তম স্থানে, যা নতুন একজন কনটেন্ট নির্মাতার জন্য একটি ব্যতিক্রমী সাফল্য।
এই কৃতিত্বের পর ইমন তার ভবিষ্যৎ পরিকল্পনায় আরও মানসম্পন্ন ভিডিও কনটেন্ট তৈরিতে মনোযোগ দিতে চান—যার বিষয়বস্তু হবে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ও সাধারণ মানুষের জীবন। পাশাপাশি তিনি তরুণদের জন্য একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম গড়ার চিন্তা করছেন, যাতে বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের ভিডিও নির্মাতা উঠে আসতে পারে।
এক প্রতিক্রিয়ায় ইমন বলেন—
“দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারাটা আমার জীবনের অন্যতম সাফল্য। আমি চাই বিশ্ব জানুক, আমাদের দেশেও অসাধারণ ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতা আছেন। আমার এই অর্জন দেশের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”