বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি বিশেষ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছু আগে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে উপহারের ছবিসহ একটি পোস্ট দেন।
পোস্টে দেখা যায়, তারেক রহমান অধ্যাপক ইউনূসকে উপহার হিসেবে দিয়েছেন একটি কলম এবং দুটি বই। বই দুটি হলো—
📘 পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের প্রভাবশালী বই ‘No One is Too Small to Make a Difference’,
📗 ও আরেকটি পরিবেশবিষয়ক বই ‘Nature Matters’।
রাজনৈতিক শিষ্টাচার নাকি বার্তাবাহী প্রতীক?
এই উপহার অনেকের কাছেই শুধু সৌজন্য বিনিময় নয়, বরং রাজনৈতিক বার্তাবাহী এক প্রতীক বলেই মনে করছেন বিশ্লেষকরা।
গ্রেটা থুনবার্গের বইটি যেমন তরুণ নেতৃত্ব, সচেতনতা ও ভবিষ্যতের জন্য লড়াইয়ের প্রতীক—তেমনি ‘Nature Matters’ বইটি একটি টেকসই ও সবুজ ভবিষ্যতের বার্তা বহন করে।
বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের উপহার নির্বাচনের আগে দেশে “পরিবর্তনের বার্তা”, ভবিষ্যত প্রজন্মের প্রতি দায়বদ্ধতা এবং বিশ্বদৃষ্টিভঙ্গি সম্বলিত এক ধরনের পরোক্ষ প্রতিশ্রুতি বহন করছে।
বৈঠক ও পরে কী হলো
যুক্তরাজ্যের লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে আজ স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়, যা চলে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত।
বৈঠক শেষে ডরচেস্টার হোটেল ত্যাগ করেন তারেক রহমান। পরে উভয় পক্ষের প্রতিনিধিরা অংশ নেন এক যৌথ সংবাদ সম্মেলনে।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।