রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা ২০২৫। এবার ঈদের ছুটির কারণে ৫ জুনের পরিবর্তে মেলা শুরু হয়েছে ২৫ জুন, চলবে ২৪ জুলাই পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনা টিকিটেই দর্শনার্থীরা ঘুরে দেখতে এবং গাছ কিনতে পারছেন এই মেলা।
রঙিন গাছ, বাহারি ফল, চোখ ধাঁধানো দাম
দেশি-বিদেশি ফুল, ফল, ঔষধি ও শোভাবর্ধক গাছে সেজেছে এবারের বৃক্ষমেলা। বিশেষ করে ফলের গাছের স্টলগুলোতে যেন ভিড় বেশি। তবে গাছের দাম শুনে অনেকেই অবাক! গাছের আকার, টবের ধরন, ফলের উপস্থিতি, উচ্চতা ও জাতভেদে একেকটি গাছের দাম শত টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত পৌঁছেছে।
আম
দেশি আমের মৌসুম শেষ হলেও মেলায় রয়েছে থাই, ব্রুনাই, আমেরিকান, জাপানি ও মালয়েশিয়ান জাতের নজরকাড়া আমগাছ।
থাই ব্যানানা, রেড পালমার, মিয়াজাকি (সূর্যডিম), পুনাই, মহাচানক—এসব জাতের ফলধরা গাছের দাম: ৩০,০০০–৫০,০০০ টাকা
ছোট চারা: ২০০ টাকা থেকে শুরু
জাম
চিরচেনা কালো জাম ছাড়াও এসেছে সাদা জাম ও থাই জাতের জাম্বু জাম, যেগুলোর ফল আকারে আমড়ার মতো।
ফলধরা গাছ: ৪০,০০০–৫০,000 টাকা
বিশেষভাবে পরিচর্যাজাত গাছ: ১,৫০,০০০ টাকা (রোমন নার্সারি)
ছোট চারা: ১,২০০–২,০০০ টাকা
কাঁঠাল
ড্রামে বসানো গাছে ঝুলছে থাই ও ভিয়েতনামের বারোমাসি কাঁঠাল।
ফলধরা গাছ: ১০,০০০–১৫,০০০ টাকা
ছোট চারা: ৩০০–৫০০ টাকা
জামরুল (জাভা আপেল)
সাদাটে, লাল, খয়েরি ও কমলা রঙের জামরুল ফলছে গাছে।
ছোট চারা: ১৫০–২০০ টাকা
ফলসহ বনসাই আকৃতির গাছ: ২৫,০০০ টাকা (মহুয়া নার্সারি)
আমলকী
দেশি ও থাই জাতের আমলকী পাওয়া যাচ্ছে মেলায়। থাই জাতের গাছে ফল বড় ও আকর্ষণীয়।
ফলধরা গাছ (১০–১৫ ফুট উচ্চতা): ২০,০০০–৩০,০০০ টাকা
ছোট চারা: সস্তায় মিলছে বিভিন্ন স্টলে
অ্যাভোকাডো
ভিনদেশি এই ফলের গাছও মিলছে দারুণ আকৃতিতে।
ছোট চারা: ৫০০–১,০০০ টাকা
ড্রামে বসানো ফলসহ গাছ: ২৫,০০০–১,৫০,০০০ টাকা (বরিশাল নার্সারি)
নারিকেল
২০ ফুট পর্যন্ত উচ্চতার দেশি-বিদেশি নারিকেল গাছ পাওয়া যাচ্ছে মেলায়।
ছোট চারা: ৫০০ টাকার বেশি
ফলসহ গাছ: ১০,০০০–১,৫০,০০০ টাকা (উইনার নার্সারি)
সফেদা
থাই ও দেশি দুই ধরনের সফেদা পাওয়া যাচ্ছে।
থাই সফেদা: ৮,০০০–২৫,০০০ টাকা
‘মাম্মী সফেদা’ (একটি বীজযুক্ত বড় আকৃতির): ৮০,০০০ টাকা (মা-মনি নার্সারি)
ছোট চারা: কয়েকশ টাকায়
খেজুর গাছ
নজর কাড়া থোকা থোকা ফলসহ খেজুর গাছ দেখা যাচ্ছে তিনটি নার্সারিতে।
‘মেডজুল’ জাত: ১,৫০,০০০ টাকা (ডিসি নার্সারি)
‘সুকারি’ জাত: ১,৩০,০০০ টাকা (ব্র্যাক নার্সারি)
ফলভর্তি এই গাছগুলোর পাশে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িকও দেখা যাচ্ছে।
জাতীয় বৃক্ষমেলায় ফলের গাছ কেনার পাশাপাশি দর্শনার্থীরা দেশের নার্সারি শিল্পের বিস্তার ও উদ্ভাবনের নমুনা দেখতে পাচ্ছেন। গাছের দামের তারতম্য যাদের পছন্দসই নয়, তাদের জন্যও আছে ছোট চারা কেনার সুযোগ।