83
ঝালকাঠিতে অটোরিকশা, প্রাইভেটকারসহ কয়েকটি গাড়িকে চাপা দিয়েছে একটি ট্রাক। মারা গেছেন অন্তত ১৪ জন।
বুধবার (১৭ এপ্রিল, ২০২৪) দুপুর ২টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেয়। পুলিশ জানায়, ১৪ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহত ১৬ থেকে ২০ জন বিভিন্ন হাসপাতালে।