154
মেট্রোরেল যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। পর দিন বৃহস্পতিবার থেকে চড়তে পারবেন যাত্রীরা।
প্রধানমন্ত্রী দিয়াবাড়ির উত্তরা উত্তর স্টেশনে মেট্রোরেলের উদ্বোধন করবেন। তারপর প্রথম যাত্রী হয়ে ট্রেনে চেপে পৌঁছাবেন আগারগাঁও স্টেশনে। আপাতত এ অংশটুকুতেই ট্রেন চলবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, আপাতত সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ বৈদ্যুতিক ট্রেন। প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে।
প্রতি ১০ মিনিট অন্তর চলবে দেশের প্রথম এ মেট্রো রেল। প্রতি যাত্রায় ২০০ জন করে যাত্রী বহন করবে একেকটি ট্রেন।