তথ্যপ্রযুক্তি প্রতিবেদন
স্মার্টফোন বা ট্যাবলেটের চার্জ হঠাৎ শেষ হয়ে যাওয়া বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে ব্যাটারির আয়ু অনেকাংশে বাড়ানো সম্ভব।
ব্রাইটনেস নিয়ন্ত্রণ করুন
যত বেশি ব্রাইটনেস, তত দ্রুত ব্যাটারি শেষ হয়। দিনের বেলায় চাইলে ব্রাইটনেস বাড়ানো যায়, তবে রাতের দিকে কমিয়ে রাখা উচিত। অধিকাংশ স্মার্ট ডিভাইসে অটো ব্রাইটনেস মোড থাকে, যা আলোর মাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ব্রাইটনেস ঠিক করে।
স্ক্রিন টাইমআউট সীমিত করুন
ফোন কতক্ষণ ব্যবহার না হলে স্ক্রিন বন্ধ হবে তা স্ক্রিন টাইমআউট নির্ধারণ করে। অ্যান্ড্রয়েডের সেটিংসে এটি সহজেই পরিবর্তন করা যায়। কম সময় ধরে স্ক্রিন অন রাখা ব্যাটারি সাশ্রয়ে সহায়ক।
ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন
ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে সেভার মোড চালু রাখুন। এটি কিছু ফিচার স্বয়ংক্রিয়ভাবে সীমিত করে, অপ্রয়োজনীয় অ্যাপ ও নোটিফিকেশন বন্ধ রাখে। ফলে একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার সম্ভব হয়।
অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন
পেছনের ব্যাকগ্রাউন্ডে চলা নোটিফিকেশনও ব্যাটারি খরচ বাড়ায়। তাই অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখা গুরুত্বপূর্ণ।
লোকেশন সার্ভিস সীমিত করুন
জিপিএস সর্বদা চালু থাকলে ব্যাটারি দ্রুত শেষ হয়। যতটা সম্ভব লোকেশন সার্ভিস বন্ধ রাখুন। এমন অ্যাপ যেগুলোতে লোকেশন অফ রাখলেও কোনো সমস্যা নেই, সেগুলোতে এটি বন্ধ রাখা শ্রেয়।
এই ছোট্ট অভ্যাসগুলো মেনে চললেই স্মার্ট ডিভাইসের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে এবং চার্জ শেষ হয়ে হঠাৎ সমস্যা হওয়ার ঝুঁকি কমবে।