তথ্যপ্রযুক্তি ডেস্ক
সারাদেশে ক্রিকেটপ্রেমীরা টানটান উত্তেজনাপূর্ণ এসব ম্যাচের প্রতিটি অংশ উপভোগ করতে পারবেন এই প্ল্যাটফর্মে। অ্যান্ড্রয়েড ও আইওএস টফি অ্যাপের লাইভ ডটকম এবং স্মার্ট টিভিতে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন এবং এলজি ওয়েবওএস) প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন ভক্তরা।
সংযুক্ত আরব আমিরাতে টি২০ সংস্করণের এশিয়া কাপ ২০২৫ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এশিয়ার সবচেয়ে জনপ্রিয় এ ক্রিকেট টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলালিংক ব্র্যান্ডের ডিজিটাল প্ল্যাটফর্ম টফি অ্যাপ। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ও আবুধাবিতে টুর্নামেন্টের ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দর্শক স্মার্ট টিভির বড়পর্দায় যে কোনো সময় যে কোনো স্থানে মোবাইল ফোনের স্ক্রিনে এশিয়া কাপের প্রতিমুহূর্তের রোমাঞ্চ সরাসরি উপভোগ করতে পারবেন।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া এ টুর্নামেন্ট সম্প্রচার প্রসঙ্গে বলেন, বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি খেলা দেখার সুযোগ তৈরি করতে কাজ করছি। বাংলাদেশ ক্রিকেট সবাইকে এক করে। ক্রিকেটভক্তরা যেন ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো বাধা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে টুর্নামেন্টের রোমাঞ্চ উপভোগ করতে পারেন, সেটি বড় স্ক্রিনেই হোক বা স্মার্ট ডিভাইসে, তার উদ্যোগ নিয়েছি।
অলওয়েজ অন প্রতিশ্রুতির ধারায় বিশ্বের জনপ্রিয় সব খেলার সঙ্গে এতে নাটক, সিনেমা ও বৈশ্বিক কনটেন্ট রয়েছে। এই প্ল্যাটফর্মে ধীরে ধীরে বাংলাদেশের সবার জন্য নির্ভরযোগ্য ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্মে রূপান্তরের যাত্রায় এগিয়ে চলেছে। সাশ্রয়ী স্পোর্টস প্যাকের মাধ্যমে নিশ্চিত করতে চাই, ভক্তরা যেখানেই থাকুক না কেন, তাদের প্রিয় খেলার প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত যেন তারা স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন।
সাশ্রয়ী কয়েকটি প্যাকেজে বোনাস প্রিমিয়াম কনটেন্ট হিসেবে ইপিএল টুর্নামেন্ট দেখতে পারবেন গ্রাহক। সারাদেশের ক্রীড়াপ্রেমীরা কয়েকটি প্যাকেজে প্ল্যাটফর্মের সুবিধা উপভোগ করতে পারবেন বলে উদ্যোক্তারা জানান।