লাইফস্টাইল প্রতিবেদন
কিছু পোশাক, স্টাইল এবং ছোটখাটো স্টাইলিং ট্রিকস আপনার লুকে এনে দিতে পারে সতেজতা ও প্রাণবন্ত ভাব। সঠিক কম্বিনেশন থাকলে বয়সও কিছুটা কম দেখাবে। চলুন দেখি কীভাবে সহজে তা সম্ভব:
প্যাটার্নের খেলায় প্রাণবন্ত ভাব
প্যাটার্ন শুধু লুক নয়, জীবন্ততা যোগ করে। তবে সব ধরনের প্যাটার্ন মানায় না। সরল স্ট্রাইপ, জিগজ্যাগ বা জ্যামিতিক নকশা অনেক সময় ভারি লাগে। এর বদলে নরম বাঁকানো ডিজাইন বা হালকা উজ্জ্বল রঙ বেছে নিন। দুই রঙের কড়া নকশার চেয়ে বর্ণিল, প্রাণবন্ত প্যাটার্ন আরও তরুণ ভাব আনে।
সহজে পরার পোশাক বেছে নিন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের গড়ন পরিবর্তন হয়। বিশেষ করে কোমরের চারপাশে চাপ বেড়ে গেলে জিপার বা বোতাম ওয়ালা প্যান্ট অস্বস্তিকর হতে পারে। সমাধান: টেনে পরার ট্রাউজার—যা শুধু আরামদায়ক নয়, স্টাইলিশও। স্কিনি অ্যাঙ্কেল প্যান্ট, ক্রপড ট্রাউজার বা কুলোত-স্টাইলের প্যান্ট এই ক্ষেত্রে নিখুঁত।
রঙের প্যালেট
গাঢ় রঙ যেমন অভিজাত ও পেশাদারিত্ব দেয়, হালকা বা উজ্জ্বল রঙ করে তোলে প্রাণবন্ত এবং তরুণ। মুখের কাছে রঙিন স্কার্ফ, নেকলেস বা ব্রোচ ব্যবহার করলে আরও জীবন্ত লাগে। কালো খুব বেশি ব্যবহার করলে বয়স মনে হয়, তাই বাদামি, ছাই বা হালকা রঙের বিকল্প ব্যবহার করুন।
চিরকালীন স্টাইলের সঙ্গে সামঞ্জস্য
ফ্যাশন ধারার নতুন নতুন নকশা সবসময় আপনার সাথে মানাতে নাও পারে। তাই নিজের আলাদা স্টাইল তৈরি করুন। চিরকালীন, ক্লাসিক পোশাকের ওপর ভরসা রাখুন—এগুলো কোনোদিন ফ্যাশন আউট হয় না।
হালকা ক্রপ এবং উচ্চতার খেলা
হালকা ক্রপড প্যান্ট পরলে লম্বা দেখায়। এর সঙ্গে এক জোড়া সুন্দর জুতা পরুন।
ভারসাম্যপূর্ণ পোশাক নির্বাচন
যতই টেইলার্ড পোশাক অভিজাত দেখাক, অনেক সময় তা বয়স বাড়িয়ে দেয়। তাই বেছে নিন অসমান কাটের লম্বা পোশাক বা হালকা ওভারসাইজড ডিজাইন। সাদামাটা, প্রাণবন্ত ডিজাইনের ওভারসাইজড পোশাক স্টাইলিশ দেখায়।
অনুষঙ্গে সরলতা
অতিরিক্ত গয়না পরার দরকার নেই। পছন্দের গয়নাই রাখুন, তবে হালকা ও সরল ডিজাইনে আধুনিক ছোঁয়া আনুন।
হিলের বিকল্প
বয়স বাড়লে আরামের চাহিদা বেড়ে যায়। তবে হিল একেবারেই বাদ দেওয়া দরকার নেই। ১০ সেন্টিমিটার স্টিলেটোর বদলে কিটেন হিল, ওয়েজ বা প্ল্যাটফর্ম জুতা ব্যবহার করুন। হিল থাকবেই, আর হাঁটার সময়ও থাকবে স্বস্তি।