বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
বাজারে আসার পর থেকেই প্রযুক্তিপ্রেমী তরুণদের মাঝে আলোচনায় রয়েছে ‘নাথিং’ ফোন। স্বচ্ছ ব্যাক কভার আর অভিনব গ্লিফ ম্যাট্রিক্স লাইটিং নকশা এই ব্র্যান্ডকে অন্যদের থেকে আলাদা করেছে। কয়েক মাস আগের তুলনায় দাম কিছুটা কমায় দেশে এর চাহিদা বেড়েছে।
চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাসের সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই ২০২২ সালে প্রথম নাথিং ফোন ওয়ান বাজারে আনেন। বর্তমানে বাংলাদেশে আনুষ্ঠানিক কোনো পরিবেশক না থাকলেও ব্যাগেজ রুলসসহ নানা উপায়ে এসব ফোন বাজারে পাওয়া যাচ্ছে। ফলে দামও ওঠানামা করে। তবে কিছু বিক্রেতা ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন।
কত দাম?
নাথিং ফোন থ্রি: প্রায় ১ লাখ ১০ হাজার টাকা
নাথিং ফোন থ্রিএ: ৩৩,৫০০ টাকা
নাথিং ফোন থ্রিএ প্রো ৫জি: ৩৮,৯০০ টাকা
নাথিং ফোন থ্রি ৫জি: ৭২,০০০ টাকা
সিএমএফ বাই নাথিং ফোন ওয়ান: ২৪,৫০০ টাকা
সিএমএফ বাই নাথিং ফোন টু প্রো: ২৬,২০০ টাকা
(র্যাম, স্টোরেজ ও বিক্রয়কেন্দ্রভেদে দাম কিছুটা ভিন্ন হয়)
রাজধানীর বসুন্ধরা শপিংমল থেকে শিক্ষার্থী রাকিবুল ইসলাম সিএমএফ টু প্রো (৮ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ) কিনেছেন ২৮,৬০০ টাকায়। তিনি বলেন, “এই দামে ফোনটি বেশ ভালো। তবে চার্জার ৩৩ ওয়াটের বদলে ৪৫ ওয়াট হলে আরও ভালো হতো।”
কী আছে এই ফোনে?
সিএমএফ বাই নাথিং ফোন ওয়ান
৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে (১২০ হার্টজ)
মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট (অক্টা-কোর)
অ্যান্ড্রয়েড ১৪
৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৫০০০ এমএএইচ ব্যাটারি
নাথিং ফোন থ্রিএ প্রো ৫জি
৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে (৩,০০০ নিটস উজ্জ্বলতা)
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট
অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩.১ (৩টি বড় সফটওয়্যার আপডেট)
৫০ মেগাপিক্সেল ওয়াইড + ৫০ মেগাপিক্সেল টেলিফটো + ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড
৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
৫০০০ এমএএইচ ব্যাটারি + ৫০ ওয়াট ফাস্ট চার্জিং
বাজারের প্রতিক্রিয়া
অ্যাপল গেজেটসের বিক্রয়কর্মী আবু সুফিয়ান বলেন, “তরুণদের আগ্রহ সবচেয়ে বেশি। আগে দাম বেশি ছিল, এখন কিছুটা কমেছে। প্রতিদিন গড়ে ১০টি নাথিং ফোন বিক্রি করি।”
অন্যদিকে বসুন্ধরা শপিংমলের কেআরওয়াই ইন্টারন্যাশনালের নির্বাহী আশিকুর রহমান বলেন, “এই ফোনের সফটওয়্যার আপডেট দ্রুত আসে, সমস্যা সহজেই সমাধান হয়। নকশার কারণে ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন। প্রতিদিন ৫–৬টি ফোন বিক্রি হয়, কোনো কোনো দিন আরও বেশি।”