নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হলো কবি ও কথাসাহিত্যিক সালেহ আহমদ এর দুটি নতুন বই। কবিতার বইটির নাম ‘দিয়াশলাই বাক্সের ফ্ল্যাট’। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান সংযোগ। এটি কবির প্রথম কবিতার বই। কবিতার বইটিতে প্রেম, বিরহ, সামাজিক মূল্যবোধ, সমসাময়িক বিষয়সহ নানা অনুষঙ্গ প্রকাশ পেয়েছে। চার ফর্মার বইটির মূল্য ৩০০ টাকা। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। ‘ঝরো পাতা ঝরো’ বাংলাদেশের প্রথম কিশোর প্রেমের উপন্যাস। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই। মূল্য ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন আল নোমান।
বই দুটি প্রসঙ্গে কবি বলেন, ‘আমি ষাটের দশক থেকে কবিতা লিখি। কিন্তু মাঝখানে দীর্ঘ বিরতিতে ছিলাম। নতুন করে কয়েক বছর থেকে লেখা শুরু করেছি। কবিতার বই হিসেবে এটি প্রথম বই। কিন্তু আমার অন্যান্য বই প্রকাশিত হয়েছে অনেক আগেই। কবিতার বইটি প্রকাশ করার জন্য প্রকাশনা প্রতিষ্ঠান সংযোগ-এর প্রকাশককে ধন্যবাদ জানাই। আশা করি বইটির লেখাগুলো পাঠক হৃদয়কে ছুঁয়ে যাবে।’
ঝরো পাতা ঝরো মূলত কিশোর নিটোল প্রেমের উপন্যাস। এটি সত্তরের দশকের শুরুতে টাপুর টাপুর পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে এটি বই হিসেবে প্রকাশ হয়। এটি ছিল বাংলাদেশের প্রথম কিশোর প্রেমের উপন্যাস। নতুনভাবে বইটি প্রকাশ করার জন্য এর প্রকাশককে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
দুটি বই প্রকাশ হওয়ায় আমি ভীষণ আনন্দিত। আমার বিশ্বাস বই দুটি পাঠকের হৃদয় পুলকিত হয়ে উঠবে।