বিশেষ প্রতিবেদক
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র আয়োজন করে স্মরণসভা “নজরুল সন্ধ্যা: আলোচনা, গান ও কবিতা”। রবিবার (৩১ আগস্ট ২০২৫) রাজধানীতে অনুষ্ঠিত এ আয়োজনে নজরুল গবেষণা, কবিতা ও সঙ্গীতে ভরে ওঠে সন্ধ্যা।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ। সভাপতিত্ব করেন মহীয়সীর সভাপতি রেহানা সুলতানা শিল্পী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক রফিক সোলাইমান, কবি ও গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, কবি ও চিকিৎসক সরওয়ার জাহান, নোঙরের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, কবি আব্দুদ দাইন সরকার ও সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু।
নজরুল সঙ্গীত পরিবেশন ও কবিতা পাঠে অংশ নেন ওস্তাদ শফিক উদ্দিন আহমেদ, সংগঠনের উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজহারুল ইসলাম, কবি ও গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি সাইদা আখতার কল্পনা, কবি ও গল্পকার কথা হাসনাত, সঙ্গীতশিল্পী শামীমা সীমা, আবৃত্তি প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন, কবি বিজুরী ইসলাম, কবি মোহাম্মদ আলী, কবি শফিউল্লাহ, কবি ও বাচিকশিল্পী মনজুরুল ইসলাম এবং কবি মরিয়ম বেলারুশী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচিকশিল্পী মো. সাইফুল ইসলাম, রূপালী ব্যাংকের ম্যানেজার মো. ফখরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুজ্জামান প্রিন্স, বাচিকশিল্পী আহমেদ মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সিরাজুল ইসলাম, ‘তানপুরা’র প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স, সাহিত্য অনুরাগী তাজবিউল মাহমুদ অরণ্য, সংগঠনের অর্থ সম্পাদক ডি. এ. এস. সোহাগ, সাবিনা ইয়াসমিন জুঁই ও অভিনেত্রী শান্তনা রানী মজুমদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক, কবি ও সঙ্গীতশিল্পী যাযাবর জিয়া।