টোকিও প্রতিনিধি
সদ্যপ্রয়াত লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনকে স্মরণে জাপানের টোকিওতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জাপান প্রবাসী সংগীতশিল্পী শাম্মী বাবলীর উদ্যোগে গত ২৩ সেপ্টেম্বর টোকিওর আকাবানে বিবিও হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ফরিদা পারভীনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আদিত্য শাহীন নির্মিত ফরিদা পারভীনের মৌলিক ও লালনগান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সভায় ফরিদা পারভীনের জাপানসংক্রান্ত নানা অবদান তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—
১. ২০০২ সালে জাপানি এনজিও “শাপলা নীড়” এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ইকুফুমী ফুকুজাওয়ার উদ্যোগে পূর্ণ বাদ্যযন্ত্রীসহ সারা জাপানে এক মাসব্যাপী ২৮টি কনসার্টে অংশগ্রহণ।
২. ২০০৮ সালে জাপানের মর্যাদাপূর্ণ Fukuoka Asian Cultural Prize অর্জন, যা ফরিদা পারভীনের জাপানে জনপ্রিয়তা ও সম্মানকে প্রতিফলিত করে।
আলোচনায় অংশ নেন— ছালেহ মোহাম্মদ আরিফ, মুক্তিযোদ্ধা অজিত কুমার বড়ুয়া, হোসেন শাহু, সাংবাদিক কাজী ইনসানুল হক, জাকির জোয়ার্দার, মাইকেল এলেন, শামীম আহমেদ, আবু সুফিয়ান জুয়েল, দেলওয়ার হোসেন ডিউ, ওয়াহিদ মোল্লা, আজাদ চৌধুরী, মোহাম্মদ শরীফ, সাব্বির আহমেদ, কামরুল হাসান লিপু, এম আলম মাহী, মূহিত মোহাম্মদ, সুমি চৌধুরী, সায়মন ও রতন খন্দকার প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুমি চৌধুরী ও কুষ্টিয়ার সন্তান রতন খন্দকার, যিনি ফরিদা পারভীনের সঙ্গে নিজের স্মৃতিচারণ করেন এবং দর্শকদের নিয়ে একাধিক লালনগান পরিবেশন করেন।
সবশেষে আয়োজক শাম্মী বাবলী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজ কণ্ঠে লালনের গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরশাদ রানা।
ছোট পরিসরের হলেও স্নিগ্ধ ও মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের হৃদয় জয় করে নেয়।
জাপান প্রবাসী বিশিষ্ট শিল্পী শাম্মী বাবলীর এ উদ্যোগকে উপস্থিত সবাই অভিনন্দন জানান।