বিশেষ প্রতিবেদক
ছড়ার জাদুকর জগলুল হায়দারের লেখালেখির ৩০ বছর পূর্ণ হওয়ায় এবং জুলাই বিপ্লবে অবদান রাখায় নাগরিক সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে ছড়াকার জগলুল হায়দার নাগরিক সংবর্ধনা কমিটি। এ উপলক্ষে ২০ সেপ্টেম্বর ২০২৫ সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে ছড়াকার কাদের বাবুকে আহ্বায়ক ও ছড়াকার আবিদ আজমকে সদস্য সচিব করে ১১১ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির উপদেষ্টা হিসেবে আছেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকুমার বড়ুয়া, মাহমুদউল্লাহ, আবু সালেহ, সালেহ আহমদ, এনায়েত রসুল, হাসান হাফিজ, আবদুল হাই শিকদার, ফারুক হোসেন, শাহীন রেজা, রেজাউদ্দিন স্টালিন, জাকির আবু জাফর, ড. মোহাম্মদ আসাদুজ্জামান, ড. কাজল রশীদ শাহীন ও ড. সাহেদ মন্তাজ।
আহ্বায়ক —কাদের বাবু। যুগ্ম আহ্বায়ক— আমিরুল মোমেনীন মানিক, মুসা আল হাফিজ, জব্বার আল নাঈম, পলিয়ার ওয়াহিদ, ইকবাল হাসনাইন, মামুন সারওয়ার, মোহাম্মদ আসাদুল্লাহ, ইমরান মাহফুজ, জোবায়েদ সুমন, সাব্বির আহমেদ সুবীর, জাহিদ কাজী।
সদস্য সচিব —আবিদ আজম। কমিটির সদস্যরা হলেন— রহমান হেনরী, সৈয়দ মাজহারুল ইসলাম, লিন্ডা আমিন, আহমেদ শাহাবুদ্দীন, মিজানুর রহমান শামীম, সন্তোষ রায়, ড. মাহফুজুর রহমান আখন্দ, গোলাম নবী পান্না, রেজাউল করিম খোকন, এবিএম সোহেল রশিদ, সোহেল মল্লিক, আতিক হেলাল, মনসুর আজিজ, সৈয়দ রনো, রমজান মাহমুদ, জামসেদ ওয়াজেদ, খালেদুর রহমান জুয়েল, কামরুজ্জামান, মালেক মাহমুদ, ইমরুল ইউসুফ, কামাল হোসাইন, খালেদ আহমেদ, নাসিরুদ্দীন তুসী, মুনীরুল ইসলাম, গিয়াস উদ্দিন রূপম, সোহেল অটল, জামিল জাহাঙ্গীর, ফজলুল পলাশ, মঈন মুরসালিন, গাজী মনসুর আজিজ, মুন্সী বোরহান মাহমুদ, মোকাদ্দেস-এ-রাব্বী, জিসান মেহবুব, শামস আরেফিন, আলমগীর বাবুল, শামসুল হক শামস, মোরশেদ আলম হৃদয়, আহমেদ ইসহাক, রকিবুল ইসলাম, পল্লব শাহরিয়ার, কামরুল আলম, শাহ মুহাম্মদ মোশাহিদ, রাসেল রায়হান, লতিফ চান, আরিফ বখতিয়ার, সাইফ মাহদী, আজাদুল হক আজাদ, প্রতীক ওমর, শাকিল মাহমুদ, রণক ইকরাম, আশিক মুস্তাফা, শামীম খান যুবরাজ, সাইফুল ইসলাম জুয়েল, রফিক লিটন, জিয়া হক, সাবিত সারওয়ার, মিনহাজ ফয়সল, রবিউল কমল, মুহিম মাহফুজ, মীর হেলাল, তরুন ইউসুফ, রোকন রাইয়ান, সীমান্ত আকরাম, আশরাফ ইকবাল, সোহেল বীর, শরীফ বিল্লাহ, সাদিয়া ইসলাম বৃষ্টি, আপন অপু, ফরিদুল ইসলাম নির্জন, আলাউদ্দিন আদর, শাম্মী ইসলাম নীলা, মাহমুদ মেঘ, পথিক ইদ্রিস, রিতা ফারিয়া রিচি, শফিকুর রহমান সবুজ, আবদুল্লাহ আল খায়ের, সাঈদ কামাল, সাদী মিনহাজ, আহমদ আমিন, তাহসান কবির, তাসরিন প্রধান, মাহফুজ ইকরাম, মেহেদী সম্রাট, মাসুদুর রহমান খান, সৌরভ অপু, নাজমুল হায়দার, নবাব আমিন, মুনশি আরাফ, সাঈদ কামাল, নাহিদুল ইসলাম, সাইফুর রহমান লিটন, তানজীনা ফেরদৌস, নুরিতা নুসরাত খন্দকার, হুমায়রা জামান মৌ, নবীর হোসাইন, নোমান সাদিক, জাহিদ জাবের, শাহীন পরদেশী।