সাংস্কৃতিক প্রতিবেদক
প্রতিশ্রুতিশীল লেখক অলোক আচার্যের প্রথম উপন্যাস চৈত্রের আকাশ নিঃসঙ্গ ছিল প্রকাশিত হয়েছে। উপন্যাসটি একটি সাধারণ মধ্যবিত্ত জীবনকে কেন্দ্র করে এগিয়ে গেছে। সহজ স্বাভাবিক জীবনগুলো যেভাবে প্রতিদিন নানা ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হয় সেভাবেই উপন্যাসের কাহিনী এগিয়ে গেছে। এখানে প্রেম আছে, সংসারের উন্মাদনা আছে, একে অপরের প্রতি টান আছে, অপেক্ষা আছে, একাকিত্ব আছে এবং ফ্যান্টাসি আছে। গল্পই পাঠককে টেনে নিয়ে যাবে শেষের দিকে কাহিনীতে এমন মাদকতা রয়েছে।
উপন্যাসটির কাহিনী দেশের প্রেক্ষাপটে সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা চাকরির ওপর টিকে থাকে এবং প্রতিদিন অসংখ্য স্বপ্ন দেখে। হঠাৎ সেই স্বপ্নভঙ্গ হয় এবং মনে হয় জীবনের এই অংশটা মূলত একটি দুঃস্বপ্ন। এই ঘটনাতেই এগিয়েছে উপন্যাসটি গল্প। এটি নিছকই একটি গল্প নয় বরং একটি বাস্তব উপলব্ধি। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা।