নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের দিকনির্দেশনা, ভাষা ও গণতন্ত্রের কাঠামো, শিক্ষা-সংস্কৃতির অবস্থান এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে প্রকাশিত হলো ‘রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা’ শীর্ষক সংকলন। শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকার ও লেখক শহিদুল্লাহ ফরায়জী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
‘বিক্ষুব্ধ কবি লেখক সমাজ’-এর আয়োজনে প্রকাশিত সংকলনটির প্রধান সম্পাদক কবি ও সাংবাদিক আবিদ আজম এবং সম্পাদক কবি ও গবেষক ইমরান মাহফুজ। বইটি প্রকাশ করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এখানে মোট ৪০ জন লেখকের লেখা অন্তর্ভুক্ত হয়েছে।

সংকলনে স্থান পেয়েছে রাষ্ট্রচিন্তা, গণতন্ত্র, নারী স্বাধীনতা, ভাষা-শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, নদী-প্রকৃতি ও সমকালীন রাজনীতি বিষয়ক প্রবন্ধ। এতে একদিকে যেমন প্রতিফলিত হয়েছে গণআন্দোলনের অভিজ্ঞতা, অন্যদিকে উঠে এসেছে বর্তমান সংকট ও ভবিষ্যতের করণীয়।
লেখকদের মধ্যে রয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দীন উমর, ফরহাদ মজহার, নুরুল কবীর, আনু মুহাম্মদ, মাহফুজ আনাম, সাঈদ ফেরদৌস, আহমাদ মোস্তফা কামাল, তুহিন ওয়াদুদ, আবুল ফজল, আর রাজী, শুভ কিবরিয়া, সামিনা লুৎফা, কাজল রশীদ শাহীন, আমীন আল রশীদ, আলমগীর খান, শামস আরেফিনসহ অনেকে।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজল রশীদ শাহীন, খান মো. রবিউল আলম, মোহাম্মদ জসীম উদ্দিন, আলমগীর খান, রেজাউল করিম রনি, কবি মঈন মুন্তাসির, শামস আরেফিন, কবি রেজাউল করিম শেখ, সুমন রেজা, শাহাদাত সুফল ও ফরিদ উদ্দিন রনি।
কবিতা আবৃত্তি করেন রিয়াজ ইনসান, তানজীনা ফেরদৌস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহারিন শিরিন।