বিশেষ প্রতিবেদক
ছড়ার জাদুকর জগলুল হায়দার-এর লেখা বই “আমি শুধু মানুষ হবো” এবং “মনের ইশকুল” এর বইপাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রংপুরের পায়রাবন্দে অবস্থিত বজলুর রহমান গ্রন্থাগার-এর উদ্যোগে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ছড়াকার জগলুল হায়দার।
বিশেষ অতিথি ছিলেন ৩নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন, কবি ও ছড়াকার ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, কবি মোহাম্মদ ইয়ার আলী এবং ছড়াকার কামরুজ্জামান দিশারি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গিতা থেকে পাঠ করেন স্কুলের শিক্ষার্থীরা। স্বাগত বক্তব্য রাখেন বজলুর রহমান গ্রন্থাগারের সাহিত্য সম্পাদক ছড়াকার নবীর হোসাইন।
ছড়াকার জগলুল হায়দার-এর বই এবং তার ওপর আলোচনা করেন শিশুসাহিত্যিক ও ছড়াকার কাদের বাবু।
প্রধান অতিথি জগলুল হায়দার নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীদের রোকেয়ার মতো গড়ে ওঠার আহ্বান জানান। সেই সাথে এমন সুন্দর আয়োজনের জন্য বজলুর রহমান গ্রন্থাগার এবং প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই ও সংযোগকে ধন্যবাদ দেন। উপস্থিত সবার অনুরোধে তিনি তিনটি স্বরচিত ছড়া আবৃত্তি করেন। ছড়া শুনে উৎফুল্ল ছাত্রীদের হলরুম করতালিতে ভরে ওঠে।
বিশেষ অতিথি ফারুক হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ছেলেমেয়েরা বইবিমুখ হয়ে পড়ছে। বজলুর রহমান পাঠাগারকে নিয়মিত এমন বই পড়া আয়োজন করার আহ্বান জানান।
কবি ও ছড়াকার ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর ছড়া শুনে শিক্ষার্থীরা বেশ মজা পান। কবি মোহাম্মদ ইয়ার আলী অনুষ্ঠানে সবাইকে বই পড়তে এবং নিয়মিত পাঠাগারে আসতে আহ্বান জানিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করে বক্তব্য রাখেন ছড়াকার কামরুজ্জামান দিশারি।

ছড়াকার জগলুল হায়দারের লেখা দুটি শিশুতোষ ছড়ার বইয়ের ওপর প্রতিযোগিতার জন্য উপস্থিত শতাধিক শিক্ষার্থীর মধ্যে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিচারকরা ১০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করেন। পুরস্কার হিসেবে দেয়া হয় প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই ও সংযোগ এর সৌজন্যে ১০ হাজার টাকা বই।
অনুষ্ঠান আয়োজক কমিটিসহ বজলুর রহমান গ্রন্থাগারের পক্ষ থেকে ছড়ার জাদুকর জগলুল হায়দারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সভাপতি গোলাম রাব্বানী সরকারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।