শিল্পসাহিত্য সংবাদ
জুলাই জাগরণ ও জাতীয় ঐক্যের কবিতা-শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থান ও কবিতা নিয়ে আলোচনা করেন কবি মতিন বৈরাগী, কবি শহিদুল্লাহ ফারায়জী, কবি এবিএম সোহেল রশিদ ও কবি সাম্য শাহ প্রমুখ।
জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এই আলোচনাসভা ও কবিতাপাঠ ২২ জুলাই, মঙ্গলবার ইস্কাটন গার্ডেনের কাজল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় স্কুলের নিষ্পাপ শিক্ষার্থী শিক্ষক ও পাইলটের মৃত্যুর ঘটনায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে জাতীয় কবিতা পরিষদের নিয়মিত আয়োজন শুরু হয়। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে কবিতাপাঠ করেন দেশবরেণ্য কবিরা।

কবিতাপাঠ অনুষ্ঠানে কবিতাপাঠ করেন– জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, কবি মতিন বৈরাগী, কবি শহীদুল্লাহ ফরায়জী, কবি রানা জামান, কবি মনজুরুর রহমান, কবি শাহাবুদ্দীন নাগরী, কবি শাহীন চৌধুরী, কবি এবিএম সোহেল রশিদ, কবি ইউসুফ রেজা, কবি রফিক হাসান, কবি নূরুন্নবী সোহেল, কবি কামার ফরিদ, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি রোকন জহুর, কবি আসাদ কাজল, কবি শিমুল পারভীন, কবি মো. শাহজাহান সাজু, কবি রওনক ফেরদৌসী, কবি লুৎফুন্নাহার খুকুমনি, কবি সাম্য শাহ, কবি কামরুজ্জামান ভূইয়া, কবি আরিফমঈনুদ্দীন, কবি আফিয়া রুবি, কবি সবুজ মনির, কবি রাকিব ফরায়েজী, কবি তাসকিনা ইয়াসমিন, কবি রাসেল আহমেদ, কবি নাহিদ হাসান, কবি নেওয়াজ, কবি শেখ সাঈদ এ ফারসী, কবি আলমগীর সরকার লিটন, কবি নাসরিন ইসলাম, কবি প্রভাবতী চক্রবর্তী, কবি আওয়াল খন্দকার, কবি আশফাকুজ্জামান, কবি ফরিদুজ্জামান, কবি মিঠু কবির, কবি মরিয়ম আক্তার, কবি মো. জহুরুল ইসলাম (মনজু), কবি ইমরুল কায়েস, কবি মাহফুজুল ইসলাম খান কবি ফারুক হোসেন খান।
অনুষ্ঠানে শোকসঙ্গীত পরিবেশন করেন মিশু দাস ও পারহান উদ্দিন।
সমাপনী বক্তৃতার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।