ক্রিকেট শুধু রান বা উইকেটের খেলা নয়—এটা মানুষের মানসিক দৃঢ়তা, ধৈর্য আর সীমাহীন ভালোবাসার গল্প। এক টেস্ট ম্যাচে ৪০০ রান করা এমন এক বিরল কীর্তি, যা অর্জনের জন্য লাগে শুধু ব্যাটিং দক্ষতা নয়, লাগে অদম্য মনোবল আর অবিচল মনোযোগ। ক্রিকেট ইতিহাসে হাতে গোনা মাত্র কয়েকজন ব্যাটার পেরেছেন এই অসাধ্য সাধন করতে। চলুন, ইতিহাসে নাম লেখা সেই কিংবদন্তিদের কীর্তি ফিরে দেখা যাক—
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) – অপরাজিত ৪০০ রান
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড এখনো যাঁর দখলে, তিনি ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা।
২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে তিনি খেলেছিলেন ৪০০ রানের ঐতিহাসিক ইনিংস—অপরাজিত! ইনিংসজুড়ে ছিল ৪৩টি চার ও ৪টি ছক্কা।
এই কীর্তির মাধ্যমে লারা ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেন। তাঁর এই ইনিংস এখনও টেস্ট ইতিহাসের শ্রেষ্ঠ ব্যাটিং পারফরম্যান্স হিসেবে স্বীকৃত।

গ্রাহাম গুচ (ইংল্যান্ড) – এক ম্যাচে ৪৫৬ রান
এক টেস্ট ম্যাচে সর্বোচ্চ রানের মালিক হলেন ইংল্যান্ডের কিংবদন্তি গ্রাহাম গুচ।
১৯৯০ সালের জুলাইয়ে লর্ডসে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩৩ এবং দ্বিতীয় ইনিংসে ১২৩ রান করে গুচ গড়েছিলেন মোট ৪৫৬ রানের অনন্য রেকর্ড।
আজও এই রেকর্ড অক্ষত। এক ম্যাচে এর চেয়ে বেশি রান করার কীর্তি কেউ আর করতে পারেননি।

শুভমান গিল (ভারত) – ৪৩০ রান
ভারতের উদীয়মান তারকা শুভমান গিল দেখালেন যে রেকর্ড ভাঙা শুধু সময়ের ব্যাপার।
২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে গিল প্রথম ইনিংসে করেন ২৬৯, দ্বিতীয় ইনিংসে আরও ১৬১ রান।
মোট ৪৩০ রান করে তিনি হয়ে ওঠেন এক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয়।
এশিয়ার মধ্যে তিনিই একমাত্র ব্যাটসম্যান, যিনি এক টেস্টে ৪০০-এর বেশি রান করেছেন।

কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) – ৪২৪ রান
২০১৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে যেন এক কবিতা লিখেছিলেন কুমার সাঙ্গাকারা।
প্রথম ইনিংসে করেন ৩১৯ রান, দ্বিতীয় ইনিংসে যোগ করেন আরও ১০৫ রান।
মোট ৪২৪ রানে দাঁড়ায় তাঁর সংগ্রহ। সেই ইনিংস কেবল রান নয়, ছিল এক শিল্পকর্মের নিখুঁত রূপ।

মার্ক টেলর (অস্ট্রেলিয়া) – ৪২৬ রান
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর ১৯৯৮ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে করেন ৩৩৪ রান।
ডন ব্র্যাডম্যানের রেকর্ডে ছোঁয়া লাগলেও, ভাঙেননি—নিজেই ইনিংস ঘোষণা করে দেন।
দ্বিতীয় ইনিংসে করেন আরও ৯২ রান। ফলে তাঁর মোট সংগ্রহ দাঁড়ায় ৪২৬।
এই কীর্তি শুধু ব্যাটিং নয়, স্পোর্টসম্যানশিপেরও এক অনন্য দৃষ্টান্ত।

উইয়ান মুলডার (দক্ষিণ আফ্রিকা) – ৩৬৭
২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৬৭ রান করে ইনিংস ঘোষণা করেন উইয়ান মুলডার।
কারণ, তিনি চাননি ব্রায়ান লারার রেকর্ড ভাঙতে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সুযোগ না পেয়ে তিনি ইতিহাসে নাম লেখাতে পারেননি, তবে ভক্তদের হৃদয়ে ঠিকই জায়গা করে নিয়েছেন।
এক ম্যাচে ৪০০ বা তার বেশি রান করাটা শুধু বিরল অর্জন নয়, একজন ব্যাটসম্যানের মানসিক দৃঢ়তা, সহনশীলতা আর সম্মানবোধের প্রতিচ্ছবি। সময় বদলাচ্ছে, ক্রিকেট বদলাচ্ছে। হয়তো কোনো একদিন কেউ গ্রাহাম গুচের ৪৫৬ রানকেও ছাড়িয়ে যাবে। কিন্তু এই কিংবদন্তিদের নাম ক্রিকেট ইতিহাসে চিরকালই উজ্জ্বল হয়ে থাকবে।