ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার দৌড়ে টিকে থাকার লড়াইয়ে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন সৌরভী আকন্দ, অন্য গোলটি করেছেন থুইনু মারমা।
আজ ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরুতে সাদামাটা ফুটবল খেললেও ৩৮ মিনিটে থুইনু মারমার চমৎকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির আগে যোগ করা সময়ে সৌরভী ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল খেয়ে বিরতিতে যেতে হয় ২-১ গোলের ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় বাংলাদেশ। ৭১ মিনিটে কর্নার থেকে সৌরভী দলের তৃতীয় গোল করেন। এরপর ৮৬ মিনিটে পূর্ণিমা মারমার ক্রস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাহবুবুর রহমানের শিষ্যারা।
চার দলের ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত চার ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। গোল ব্যবধান +৬।
অন্যদিকে ভারত তিন ম্যাচে ১৭ গোল করেছে, গোল ব্যবধান +১৭ এবং এখনো কোনো গোল হজম করেনি। যদি ভারত ভুটানকে হারায়, তাদের পয়েন্ট হবে ১২। তখন বাংলাদেশ ভুটান ও ভারত—দুটো ম্যাচেই জিতলে পয়েন্ট হবে ১৫।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শেষ রাউন্ডে যদি শীর্ষ দুই দলের পয়েন্ট সমান হয় এবং তারা মুখোমুখি হয়, তবে গোল ব্যবধান ধরা হবে না—ম্যাচ যাবে সরাসরি টাইব্রেকারে।
শেষ দুই ম্যাচে (ভুটান ও ভারত) জয় পেতে হবে। ভারতের বিপক্ষে জিতলে শিরোপার আশা থাকবে টাইব্রেকারের ওপর।
এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে ১০ বার বল পাঠানো বাংলাদেশকে শেষ মুহূর্ত পর্যন্ত শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে খেলতে হবে আরও দুইটি নিখুঁত ম্যাচ।