স্পোর্টস ডেস্ক
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩২ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
শনিবার টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। ইনিংসের বড় অবদান আসে ওপেনার জিশানের ব্যাট থেকে। তিনি মাত্র ৪৫ বলে ৪ চার ও ৫ ছক্কায় করেন ঝোড়ো ৭৩ রান। চারে নেমে অপরাজিত ২৩ বলে ৪৮ রানের কার্যকরী ইনিংস খেলেন আফিফ হোসেন।
জবাবে ব্যাট করতে নেমে নেপাল ৭ উইকেট হারিয়ে থামে ১৫৪ রানে। শুরুতেই হাসান মাহমুদ ও রিপন মণ্ডলের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় প্রতিপক্ষ। মাঝের ওভারে স্পিন আক্রমণে চাপে পড়ে তারা। বাঁহাতি স্পিনার রকিবুল হাসান একাই তুলে নেন ৩ উইকেট।
বাংলাদেশের ওপেনাররা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন। বিশেষ করে জিশানের ইনিংস ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। আফিফও শেষ দিকে দ্রুত রান তুলে ইনিংসকে বড় সংগ্রহে পৌঁছে দেন।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শাহীনসের কাছে ৭৯ রানে হেরেছিল বাংলাদেশ।