টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা তৈরি করেছে পাকিস্তান। দল ঘোষণা করা হলেও নতুন করে টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে দেশটি। সর্বশেষ ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। তবে ওই বৈঠক থেকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
বৈঠক শেষে নাকভি জানিয়েছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার। সোমবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তিনি এ তথ্য জানান। বৈঠকে নাকভি টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের অবস্থান প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এক্সে দেওয়া এক পোস্টে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে একমত হওয়া গেছে যে, চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে।’
এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচ ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে আয়োজনের আবেদন প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সেই অনুরোধ নাকচ হওয়ার পরই পাকিস্তানে বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
বিশ্বকাপ নিয়ে এখনো অপেক্ষায় পাকিস্তান
2