খেলা ডেস্ক
চোট কাটিয়ে দারুণভাবে মাঠে ফিরলেন লিওনেল মেসি। সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে তুললেন লিগস কাপের ফাইনালে।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে জয় পায় ইন্টার মায়ামি। এ জয়ের মধ্য দিয়ে শুধু ফাইনালেই ওঠেনি দলটি, নিশ্চিত করেছে আগামী মৌসুমের কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার যোগ্যতাও।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থেকেও যোগ করা সময়ে রক্ষণভাগের ভুলে গোল হজম করে পিছিয়ে যায় মায়ামি। অরল্যান্ডোর হয়ে মার্কো পাসালিচ করেন গোলটি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মেসি–আলবার জুটি।
৭৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে সমতায় ফেরান মেসি। এরপর ৮৮ মিনিটে জর্দি আলবার সঙ্গে দারুণ সমন্বয়ে বাঁ পায়ের শটে করেন দ্বিতীয় গোল। মৌসুমে মায়ামির হয়ে এটি ছিল মেসির ৩৩ ম্যাচে ২৭তম গোল।
অতিরিক্ত সময়ে লুইস সুয়ারেজ ও তেলেসকো সেগোভিয়ার সমন্বয়ে আসে তৃতীয় গোল। ফলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই ফাইনালে পৌঁছায় হাভিয়ের মাচেরানোর দল।
লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হবে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সিয়াটল সাউন্ডার্সের মধ্যে জয়ী দল।