স্পোর্টস ডেস্ক
তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ছক্কার রেকর্ড ভাঙা ম্যাচেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সোমবার সিলেটে ৯ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় তারা।
ইনিংসের চতুর্থ ওভারে ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের হয়ে সর্বাধিক ছক্কার মালিক হন পারভেজ হোসেন ইমন (২২টি ছক্কা)। তবে ১২তম ওভারেই সেই রেকর্ড ভেঙে দেন তানজিদ হাসান তামিম। এ বছর তার ছক্কার সংখ্যা দাঁড়াল ২৩। রেকর্ড ভাঙা ছক্কাটি তিনি মারেন ম্যাক্স ও’ডাউডকে, মিড উইকেটের ওপর দিয়ে।
টস হেরে আগে ব্যাট করে ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত (২৪ বলে ৩ চার, ১ ছক্কা)। ওপেনার বিক্রমজিত সিং করেন ১৭ বলে ২৪ রান (৪ চার)।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট, মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট, তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রানে ২ উইকেট, তানজিম হাসান সাকিব ৩ ওভারে ১৬ রানে ১ উইকেট এবং মেহেদী হাসান ৩.৩ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের অনবদ্য ফিফটির কল্যাণে ৪১ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। তিনি ৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন। পারভেজ হোসেন ইমন ২৩ বলে ২১ রান করে আউট হলেও অধিনায়ক লিটন দাস অপরাজিত থাকেন ১৮ বলে ১৮ রানে।
এই জয়ে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা।