জাতীয় কবিতা পরিষদের ৩৮তম আসর অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবিতা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো ৩৮তম কবিতার আসর। ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার রাজধানীর কাজল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল– “বাংলা কবিতায় উপনিবেশিকতা”।
আসরের সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, সহসভাপতি কবি গোলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক কবি নুরুন্নবী সোহেলসহ দেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক ও কবিতাপ্রেমীরা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিল্প সমালোচক, তর্ক বাংলার প্রতিষ্ঠাতা ও ‘প্রতিধ্বনি’ পত্রিকার সম্পাদক কবি সাখাওয়াত টিপু। তিনি বলেন, “উপনিবেশ কৃষির সাথে সম্পর্কিত এবং বাংলা সাহিত্যে উপনিবেশের প্রভাব সম্পর্কে সচেতনতা থাকা জরুরি। উপনিবেশিক আমলে কবিতা বারবার অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে রাজনৈতিক ভাষা হয়ে উঠেছে। সাধারণ মানুষকে জাগিয়ে তোলার মাধ্যম হয়েছে কবিতা।”
সভাপতির বক্তব্যে কবি মোহন রায়হান ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “জুলাই ২৪ তারিখ থেকেই আন্দোলন সরকার পতনের দিকে ধাবিত হয়। আজও আমরা সেই আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশায় আছি। জনগণকে হয়তো আবারও রাজপথে নামতে হবে।”
কবি রেজাউদ্দিন স্টালিন তাঁর বক্তব্যে বলেন, “রাষ্ট্র কাঠামো যখন আপোস করে, কবিরা তখন বিদ্রোহ শুরু করে। নজরুলের কবিতায় আমরা স্পষ্টভাবে ব্রিটিশবিরোধী মনোভাব দেখতে পাই। উপনিবেশিকতা কবিতার উপর গভীর প্রভাব ফেলেছে।”
আসরে অনুষ্ঠিত হয় কবিতাপাঠ। এতে অংশ নেন কবি রেজাউদ্দিন স্টালিন, শ্যামল জাকারিয়া, গোলাম শফিক, ইউসুফ রেজা, মাসুদ করিম, আসাদ কাজল, জামিল জাহাঙ্গীর, ক্যামেলিয়া আহমেদ, রোকন জহুর, শিমুল পারভিন, কাব্য রাসেল, সৈয়দা রত্না, সবুজ মনির, তাসকিনা ইয়াসমিন, জয়নুল আবেদীন জয়, নাহিদ হাসান, রফিক চৌধুরী, লুৎফুন নাহার খুকুমণি, ডা. শাহ আলম, শেখ এ সাইদ ফারসী, আউয়াল খন্দকার, ইলোরা সোমা, রাসেল আহমেদ, মো: ওমর খৈয়াম, রাকিব ফরায়েজি, মরিয়ম আক্তার, রবিউল আলম সরকার, শাহাজাদা সেলিম, মিঠু কবির, মোহাম্মদ কুতুবউদ্দিন, আফিয়া রুবি, প্রভাবতী চক্রবর্তী, সাহেদ বিপ্লব, ইমরুল কায়েস প্রমুখ।
আসরে সংগীত পরিবেশন করেন পারহান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি তাসকিনা ইয়াসমিন, কাব্য রাসেল এবং নাহিদ হাসান।
বৃষ্টিস্নাত শেষ আষাঢ়ের বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আসরে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের শুভার্থী ও পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী এসএম লুৎফর রহমান এবং সামাজিক সংগঠন ‘বিকল্প ভাবনা’র সভাপতি লুৎফুন নাহার খুকুমণি। তাঁদের উপস্থিতিতে এই আয়োজনে যোগ হয় উৎসবের আবহ।