রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’-এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ বুধবার সকাল আটটায় এই জিয়ারত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। জিয়ারতের সময় উপস্থিত শিক্ষার্থীরা শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্লোগান দেন।
গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। এ ঘটনাকে স্মরণ করে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং দিনটি রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা।
আলোচনা সভায় বক্তব্য রাখবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, সদস্য ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, আজকের দিনেই বিশ্ববিদ্যালয় চত্বরের একটি অংশকে ‘শহীদ আবু চত্বর’ হিসেবে ঘোষণা করা হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের উল্টো পাশে শহীদ আবু সাঈদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ উদ্বোধন করা হবে।
এই কর্মসূচির মধ্য দিয়ে আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করা এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের অনুপ্রেরণা হিসেবে তাঁর স্মৃতি চিরস্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকেরা।