সিলেট প্রতিনিধি
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে রিকাবীবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা ও জিন্দাবাজার প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রাটি।
বিকেল ৫টা ২৫ মিনিটে চৌহাট্টা এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পদযাত্রা। এতে অংশগ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সচিব গোলাম মর্তুজা সেলিম, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদসহ সিলেট মহানগর ও জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী।

পদযাত্রা শেষে সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় সমাবেশ। সমাবেশ পরিচালনা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশ উপলক্ষে সিলেট শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক বন্ধ রাখা হয় সমাবেশ শুরুর আগেই। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে।
সমাবেশ শেষে রাত সাড়ে ৮টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে যান নাহিদ ইসলামসহ এনসিপির শীর্ষ নেতারা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, “চার-পাঁচ মাস বয়সী একটি রাজনৈতিক দল হিসেবে ‘জুলাই পদযাত্রা’তে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা আশাবাদী এই ধারা অব্যাহত থাকবে এবং দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী এগিয়ে যেতে পারবো।”
তিনি আরও বলেন, “বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীরা বাধার সম্মুখীন হলেও জনগণের ভালোবাসায় তারা সমাবেশে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সরকারের কঠোর অবস্থান প্রত্যাশা করি। আমরা দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, সেই আলোকে আমাদের রাজনীতি গড়ে তুলতে চাই।”

এছাড়া সিলেট সফরের অংশ হিসেবে এনসিপি নেতারা রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনও করেন।
আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “জুলাই পদযাত্রা শেষে আমরা আগামী ৩ আগস্ট ঢাকায় একটি বড় সমাবেশ করবো, যেখানে জুলাই সনদ বাস্তবায়নের দাবি উত্থাপন করা হবে।”
এর আগে বিকেল ৪টার দিকে এনসিপির নেতৃবৃন্দ সুনামগঞ্জ থেকে পদযাত্রা শেষে সিলেটে এসে পৌঁছান এবং সরাসরি পদযাত্রায় অংশ নেন।